এমন মৃতপ্রায়-সংজ্ঞাহীন জীবন চাইনা আমি-
কেমন এলোমেলো বিসর্জনে দেহ মন অপার্থিব
ভ্রান্তিতে নিথর একাকার, বিন্দুজুড়ে বিষম বৈরাগ্য।
শব্দেরা সব গুমরে থাকে, নিষ্প্রাণ পড়ে থাকে কবিতার খাতা।
চুপচাপ অন্ধকারে চোখ বুজে বসে থাকা, বিবাগী বাতাসে
প্রহর আর চেতনার উদ্বায়ী দোলাচল, বিপদ সংকেত শুন্য অথবা এগারো।


একটুখানি ভালোবাসা নাহয় নাই দিলে, কিছুটা বেদনা-
অল্প একটু দুঃখ- খুব অল্পই নাহয় দিলে, এতোটুকুও কি দেয়া যায়না?
অনাহারে কবিতারা জন্ম নিচ্ছে না, তাদের খুদা নিবারণ করতে
কম-বেশী দুঃখ চাই, বেদনা চাই, চাই বিষাদ অথবা বিরহ।
ভালোবাসা নাহয় নাই দিলে, একটুখানি দুঃখই দিও প্রিয়,
কবিতারা জন্মাচ্ছে না যে!


জুলাই ০৯, ২০২০