কী যত্নেই না একটা স্বপ্ন গড়ে তুলি
কত আদর, কত সোহাগ, কত হাজার কামনা-
কত লক্ষ পুণ্য ভাবনা একাকার করে ফেলে স্বপ্ন-আকাশ;
তিলে তিলে কত কষ্টে গড়ে তুলি স্বপ্নে-সুরভিত সুউচ্চ অট্টালিকা
কত শত অনুরাগ স্রোতে-স্রোতে ভেসে চলে স্বপ্ন-নদীতে
কত বিনিদ্র রাত স্বপ্ন প্রভাতের প্রতীক্ষায় প্রহর গুণে চলে শ্রান্তিহীন।


জীবনের শ্রেষ্ঠ মমতায় গড়ে তুলি সেই স্বপ্ন
বিশ্বাসের পাঁজর অনড় হয়ে জেগে থাকে একা
লক্ষকোটি আশ্বাসের প্রদীপ জ্বলে প্রাণ-মরুর রুক্ষ প্রান্তরে।
চোখের তৃষিত প্রান্তর মরূদ্যানের আশে পথচেয়ে বসে থাকে।
এত সব আয়োজন গড়ে তুলি নিজের অজান্তে, স্বপ্নের পালকে পালকে;
স্বপ্ন বৃক্ষের অসংখ্য পল্লবে গড়ে তুলি অগণিত আখ্যান-উপাখ্যান, -প্রতিনিয়ত।
অথচ এত সব আয়োজন, এত সাজসজ্জা যে স্বপ্নের তরে-
এক পলকের কী এক নির্দয় প্রলয়ে ভেঙেচুড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় সে স্বপ্ন।
অবিনাশী স্বপ্ন ক্ষুদ্র প্রলয়ে ক্ষণভঙ্গুর রূপে নাশ হয়ে নিভে যায়, হয়ে যায় প্রাণহীন নিঃস্পৃহ লাশ।


নিঃস্পৃহ লাশ (২৬-১০-১৯)