হ্যাঁ রে পথিক, কোথায় লাগলো?
-এইখানে, ঠিক এইখানে, ওধারেও না, সেধারেও না
ওইখানে? ঐ যে বুকের ঐ খানটায়?
-হুম, একদম মধ্যিখানে
খুব বেশী লাগলো কি রে?
-বুঝছি নে, বুকের জমিন ভেঙে চলছে, অথচ দিব্যি হুঁশও আছে
হুম, বুঝলেম। তা লাগলো টা কি রে?
-জানি নে ঠিক, একটা তীরের মত কি যেন হঠাৎ বিঁধে গেল বুকে
কোন অপরাধে রে পথিক?
-বোধহয় ভালোবাসার অপরাধে।
ভালোবাসার অপরাধ, সে আবার কি রে!
-জানো নে বুঝি-
যারে আমি বাসি ভালো সে তো আমায় চিনতে নারে
পথের পথিক ধুলায় লুটে, বুক ভেঙে যায় চুপিসারে!


৩০-১১-২০১৯