আজ কি আকাশ মেঘে ঢাকা?
তিমির-তন্দ্রা-মোহ আজ কি পরাজিত আঁধারে?
রাত্রি-মঞ্জিরের রুনুঝুনু আজ কি নিশ্চেতন মৌনতায়?
আজ কি নিশাচর ডাকবে না? একবারও?
একবারও কি বিদীর্ণ হবে না এই রাত্রি-পটরেখা?
তারারা আজ কোথায়? সেই ধ্রুবতারা?
উদ্ধত-মদ্যপ আঁধারে সেও হারিয়েছে পথ?
অভিলাষী শশী, সেও কি আজ বিমূর্ত?
প্রেমাতাল-প্রমত্ত-রক্তিম জোছনায় লিখবে না গল্প?
স্তব্ধ বাতাসে তপ্ত শ্বাস ফেলবে না অমল চুম্বন?
ভেসে আসবে না রাত্রির শত চলমান পঙক্তি?
যুগ যুগান্তরের, লোক লোকান্তরের শীতল প্রশান্তি?
আঁধারের তনু ঘেঁষবে না ইহলোক, পরলোকের সহস্র স্বপ্ন?
প্রেমাভিসম্পাত-বর্ষণে ঝরবে না ব্যথিত স্বপ্নের আসার-মালা?
ফিরবে না সেই স্বপ্ন জন্ম-জন্মান্তরের সুতীব্র কামনা-বাসনা হয়ে?
লৌকিকতার প্রান্ত ছিঁড়ে ছুটবে না সেই কামনা, সেই বাসনা?
জাগবে না কি সেই বিশ্বাসমালা, অলৌকিক উদ্ভট চিত্রলেখায়?
এই রাত্রি আজ নিশ্চুপ কেন?
অসীম মৌনতা পিশাচ-লালসে জেগে আছে একা?
আর আছে বুঝি রিক্তাভিমানের অস্ফুট আক্রোশ?
লৌকিকে-অলৌকিকে এইই বুঝি বিস্বাদ শর্বরী?


২৬-০৫-২০১৯