যখন বলেছিলাম- ভালোবাসি
জানতে চেয়েছিলে কেন ভালোবেসেছি।
বলেছিলাম- তুমি নদী;
নদীর মত প্রশান্ত, নিবিড়।
স্রোতের সাথে ভেসে চলা নিবিড়তা,
প্রশান্তি তোমারি উপমা।
তুমি হেসে বলেছিলে- শুধু অচঞ্চলতাই দেখলে?
আমি কিন্তু আড়িয়াল খাঁ, যত না প্রশান্ত,
তার চেয়েও বেশী অশান্ত!
শুনে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম-
কি যে বলনা! সে আবার হয় নাকি!


বহুদিন পর আজ বসে বসে ভাবি-
তুমি ঠিকই বলেছিলে।
প্রশান্তির বিপরীতে মত্ততা ঠিক কতটুকু রুদ্র হলে
ভালোবাসার কূল ভেঙে ছিন্নভিন্ন হতে পারে-
আমি আজ বুঝেছি- তুমি ভুল বলনি,
সত্যি বলেছিলে।


জানুয়ারি ২৯, ২০২০