জীবন যাচ্ছে গতানুগতিক চক্রে
ব্যথার বলয়ে ঘুরছি আর ঘুরছি
কেন্দ্রে কিছু ধুলোমাখা স্মৃতি।
ক্ষয়ে যাচ্ছে জীবনের দিনরাত।
হৃদয় চষছে খা খা ঊষরভূমী।
বাঁচার জন্য এতটুকু হলেও তো
ভালবাসা চাই।
স্মৃতি নিয়ে বাঁচা যায় আর কতটুকু?


বল বিরানভূমি, কতদূর গেলে পাবো বেঁচে থাকার
হিমেল প্রশান্তি!
কতটা জীবন হাঁটলে দেখা পাবো ভালবাসার!
কতটা পথ?



মার্চ ১৯, ২০২১