রং নেই তবু ছবি আঁকি- মনে মনে,
তুমি নেই তবু ভালোবাসি- আনমনে।


বসন্ত আসে স্মৃতি ভাসে- হায় স্বপ্ন,
খুঁজি সুখ লুকিয়ে মুখ- আমি মগ্ন।


আমি শান্ত তুমি উচ্ছল- নেই মিল,
চেতনায় তবু আছো, যেন- স্বপ্নিল।


দাও সাড়া হে মনোহর- খোল দ্বার,
চাতক শুধু চেয়ে, দাও- অভিসার।


ধরে রাখা যায় কি, বলো- আঁখিধার,
নিশি ভরে আসে হেলা, ফিরে- বারবার।


ঢেউ গুনি ধরি জলরাশি- সাগরে,
ভীর জমে শত কথা, বৃথা- আবেগে।


আর নহে চেয়ে থাকা, হোক- অবসান,
যাও ফিরে শত ভীড়ে, আমি- ভাসমান।