ফুজি পর্বতের দরজা খুলে নব বর্ষকে স্বাগত জানিয়েছি।
নির্ভেজাল দুচিন্তা, শংশয়, উৎকণ্ঠা, মিমিক্রি, ধারাবাহিক কল্পনা-
এসব পোষা প্রাণী গুলোকে, হিমায়িত করে রাখবো।
অতি যন্তে, সযন্তে, আদরে- ভিতরে-বাহিরে-
পুষে রাখবো মস্তিষ্কের নিঃকণ্ঠক ললাটীয় খণ্ডক-এ।
বছর শেষে ব্যবচ্ছেদ করবো- কোন প্রাণীটি বেশী প্রোটিন সমৃদ্ধ!
সেটাকেই পরবর্তী বছরের জাতীয় ডোজ করবো।


এভাবেই বেঁচে থাক বর্ধিষ্ণু প্রাণীকুল-
ক্ষয়িষ্ণু অস্থিরতা, ক্ষয়িষ্ণু মন, ক্ষয়িষ্ণু নববর্ষ – ক্ষয়িষ্ণু আমি।