বসন্ত তোমার উন্মাদনায় মনে লাগেনি রং
হলুদ রংয়ের বর্নীল চ্ছটায় থমকেছি কিছুক্ষন।


বাসন্তী হাওয়া করে আসা যাওয়া
                       প্রকৃতি খায় দোল।
ঘুম ভেঙ্গে ওঠে নতুন কুঁড়ি
                       রাঙ্গিয়ে কৃঞ্চচুড়ার কোল।


প্রেমের লুকোচুরি মনে দোলা দেয়
                       দক্ষিণা হাওয়ার ভেসে।
একবার পালিয়ে এসো আমার জানালায়
                       বসন্ত ভালোবাসায় ছেয়ে।


এই খোলা আকাশ তোমার পানে
                       ঝরায় স্বপ্নিল ফাগুন।
তুমি মাড়িয়ে এসো ভোরের শিশির
                       আলতা রাঙ্গানো আগুন।


আজ এসেছে বসন্ত সেজেছে প্রিয়তমা
                       পরেছে হলুদ শাড়ী।
নিঃচুপ হার মেনেছে এই বসন্ত
                       প্রেয়সীর রুপে আড়ি।


বসন্ত তোমায় ভুলে গেছি আজ
                      হারিয়েছি সুখের অন্ত।
পেয়ে গেছি তোমার চোখেরবালি
                      প্রিয়তমই আমার বসন্ত।