আমার আকাশটা ভীষণ নীল।
মাঝে মাঝে একটা-দুটো মেঘ আসে, উড়ে বেড়ায়।
নিলুয়া বাতাসে মাথার চুল দোল খায়, বৃষ্টি হয়।
ভেজা শরীর আর মন এক হয়ে যায়।
দিগন্তের শেষে উড়ে বেড়ানো কাক দেখি, মুগ্ধ হই!
বিষন্ন চোখ, সময় অসময় কুয়াশা খুঁজে ফিরি।
ক্লান্ত শরীর ঘাসের উপর বিলীন করতে চাই।
আমার আকাশে আজ অনেক রোদ, মনে ভীষণ খরা।
রোদ লাগে মনে, শরীরে- আমি ঘেমে সুখ পাই।
ঘামের গন্ধে পোকা-মাকড় মুগ্ধ হয়, আমাকে ছুঁয়ে দিতে চায়।
অলস শরীর আর জলে গা ডুবাতে চায় না!
আমার আকাশে কোন জল নেই, সব কান্না হয়ে ঝরে পড়েছে!
একলা আকাশটা আমার জল খুঁজে, কান্না খুঁজে।
নাড়ীর মতোন আকাশটা আমার আরো কতো কিযে খুঁজে!


২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫২
http://www.somewhereinblog.net/blog/rayanmunshi/30128479