বৃষ্টির ফোঁটা জমে জমে তোমার চুল ভিজে যায়,
উষ্ণ প্রকৃতির মতোন তুমি শীতল হয়ে যাও সহসা।
এই কাদামাখা পথ আর আকাশজুড়ে জমে থাকা বিস্তৃত কাল মেঘে -
সূর্যপথ ধরে নেমে আসা মৃদু আলোয় তোমার টোল পড়া গাল অনিয়ত টগবগিয়ে উঠে।
আমি যেন খেই হারিয়ে ফেলি, তোমার চুল নাকি টোল পড়া গাল -
কোনটাতে ভালবাসা বিড়ালচোখী হবে আর অমৃতি নেবো প্রাণভরে!
তোমার দুচোখের কাজল সব মুছে যাওয়া, যেন অমিমাংশিত।
অই চোখের গভীরে আছে উষ্ণতা, একগুচ্ছ কান্নার নীল।
সেই নীলের গহীনে চেয়ে দেখি মহাকাশস্থিত আকাশগঙ্গা, অচেনা একটা ধূসরিত মরুভৃমি।
সেখানে ভালবাসার রোজ জন্ম হয়, সৃষ্টি হয় গোধু্লীর রঙ্গে রচিত পদ্যাংশ,
অনিয়ম করে গুনগুন করো তুমি, আমি সেই সুরে হারিয়ে যাওয়া এক বেহুদা কবি।
তোমার ভালবাসা পাবো তাই এখনো হেঁটে চলি লক্ষ যোজন পথ,
হেঁটে চলি এই সুবিশাল প্রেমময় ধরিত্রী।
বৃষ্টি এবং প্রেয়সী | ০৬.০৫.১৮