একদল অনুভূতি এসে কড়া নেড়ে যায় রোজ সন্ধ্যায়,
জোনাক পোকার ঝিলমিল ঝোপের ধার ঘেঁষে আমরা হেঁটেছি কত প্রহর!
অব্যক্ত আকাঙ্খাগুলো আজো মাথাচাড়ায়,
তোমাকে পাবো বলে এখনো কবিতা সংগ্রহ করি রোজ।
লাইব্রেরীময় বেলীফুলের ঘ্রাণ আর উজ্জল চুল দেখে একরাশ বিষন্নতা ভর করে মনে,
আমার যে ছিলে তুমি, সেই অন্যকারো প্রেয়সী দেখে গভীরে শূন্যতা জাগে।
অন্ধকার ঘরে মোমের আলো জ্বালিয়ে রাখি সন্ধাবেলা,
মোমের আলো ভীষণ ভালবাসতে তুমি।
জোছনা এলে সারা রাত্তিরে বারান্দায় বসে থাকতে,
আর আমি দাঁড়িয়ে থাকতাম তোমার বাসার নীচে।
এই যে ক্ষনিকের ভালবাসাবাসি একদিন মলিন হবে,
তুমিও হয়তো এখনি ভুলে গেছো আমাকে।
তবুও কোন এক জোছনার রাতে স্মৃতিরা উঠে আসে তলানী থেকে,
ভাবায়, বিষন্ন করে মন এবং দাগ কাটে অন্তরে।
জোছনা | ১৮ এপ্রিল, ২০১৮