আমি কখনো বলিনি, অলীক সে চাওয়া
বিষন্ন বিপন্ন রচয়িতা আমার স্বত্বা,
ছুঁতে পাবো না বলে ভড়কে যাই সহসাই।
তোমার ওই আগ বাড়ানো হাত -
কখনো স্পর্শ করার সুযোগ আমার হয়নি,
অনিয়ন্ত্রিত কল্পনা সে তো আর বসে নেই,
রচিত করেছে একটা অবাস্তব জলছবি।
বাস্তবতা বিবর্জিত সে কল্পনায় আমি নিজেই তাজ্জব!
তুমি আমাকে কখনো তেমন কিছু বলো নি,
তবু, চোখের সামনে ভাসা সে জলছবি মনে করিয়ে দেয় বারংবার -
আমি কবি হতে চাই নি, কে যেন বলে বেড়াচ্ছে -
প্রেমিক যদি হতে পারতাম তবে তাই হতাম।
আমি থামিয়ে দিই তাকে, অনেক বছর আগে আমিও প্রেমিক ছিলাম।
সেই প্রেমিক আজ অশরীরী হয়েছে,
কল্পতরু রুপে সে প্রেমিক বিলীন হলেও তোমাকে চেয়েছে গোপনে,
কিন্তু তুমি তো ছায়া, ধরা যাচ্ছে না!
আজ বড় বিচিত্র টানাপোড়েনে আছে কবি, কল্পনা তার বড্ড বেপরোয়া।
তারপরেও অকপটে তোমাকে চাই, খুব করে।