পানতোয়া পাখির ঠোঁটে ভর করে -
প্রতিদিন সন্ধ্যা নামে তোমার বারান্দায়।
চড়ুইয়ের ছোট ডানায় পাখা মেলে বর্ষা -
ভিজিয়ে দিয়ে যায় হৃদয়ের সব অলিন্দ।
চির তরুন হয়ে বেঁচে থাকে আমার প্রেম,
শরীরে কেমন একটা পাখি পাখি ঘ্রাণ আমার।
আকাশের নীল দেখি তোমার সবাক চোখে,
তারপর তোমাকে ভেবেই সাদা মেঘে চিঠি লিখি,
তখন হয়তো তুমি রামধনু দেখো,
আর দেখো তুলোট মেঘ।
তারপর যখন বৃষ্টি নামে তখন যেন -
জলের ধারায় ঝড়ে পরে আমার লিখা শব্দাবলী,
ভিজে যায় সব সবুজ মাঠ আর বৃক্ষ,
প্রেম ছড়িয়ে যায় দিগ্বিদিক।
এই তো আমার পৃথিবী, তোমাকে তার সমস্ত দিলাম,
এবার বলো, ভালবাসো আমাকে।


০৮/৩১/২০২১