একটা নষ্ট প্রহরের গল্প শুনবে?
যে প্রহরে রুদ্রঝড় আসে মরুদ্বীপে,
জ্বালিয়ে দেয় কারো লোমশ বুক!
স্মৃতি হাতড়ে সেই প্রহরে বড্ড অখুশি শহুরে কবি;
তার প্রেয়সী আজ গেছে রোদেজলে হারিয়ে।
দৃষ্টি ক্ষীণ হয়ে আসে কবির,
হয়ে যায় তার মন আজ উতলা,
অস্খলন ঘটে মননে, কল্পনায় নেমে আসে অন্ধকার রাত!
সেই শিহরিত কবির অন্তঃপটে তোমার রেখে যাওয়া পদচিহ্ন-
যেন অমাংসল চিত্রময় কোন গল্পের উপাখ্যান হয়ে ঝরে পড়া ফুলের পাপড়ি!
তোমার দেয়া আঘাত যেন নেমে আসা বর্ষার জলধারা,
কবি তাতে স্নান করে মুছে ফেলতে চায় সব অতীতস্মৃতি!
একটা ভোরের আশায় স্বপ্নজাল বুণে-
তাকিয়ে থাকে আকাশনীলায়,
মেঘ উড়ে, রোদ আসে।
সেই আকাশে কবির বিমর্ষ মুখচ্ছবি একে দেয় কালো মেঘের দল,
একটু একটু করে বর্ষা চলে যেতে চায়-
নেমে আসে তার রেখে যাওয়া সবটুকু জল!


৩০ সেপ্টেম্বর, ২০১৭