প্রিয়তমা,
অনিয়ত সাদা শাড়িতে তোমার দৃশ্যত রৃপ,
আমাকে বিমোহিত করে!
দৃষ্টি জুড়েই কেবল তোমার সদাহাস্যজ্বল আননে,
তোমার সান্নিধ্যে হৃদকম্প বাড়ে;
ধুকপুক ধুকপুক


শাড়ি পরে তোমার উদাসী পায়ে চলা,
বলছি ভালবাসি, কাছে আসতে দিবা?


আমি উচ্চতর প্রেমের সমীক্ষা করি,
শহর থেকে গ্রামে, আকাশ-নদী-পাহাড়ে -
ক্লান্তি শেষে মন তোমাকেই খুঁজে।
সকাল থেকে রাত্রি, জোছনায় কিংবা অমাবস্যায়,
আমি চাই সেই পরাবাস্তববাদী প্রেমের অভিপ্রেত।


তুমি সহসাই বৃষ্টিতে ভিজে যাও,
সেই ভেজা পায়ে অগোচরে সামনে এলে -
আকাশটা ভাবে আর ঝড়াবো না জল।
তোমার মুখে হাসি ফুটলে একা আকাশটা -
অবলীলায় উৎসবে রোদ্দুর ছড়ায়,
তোমার মতোই প্রাচুর্যদায়িনী সে রোদ।


সেই রোদজলা দিনে -
তোমার জন্য তুলোর মতো মেঘ উড়ে যায়,
চাঁদের বুড়ির সুতোরা ডানা মেলে দেয় বাতাসে।
আমি শুধুু হেঁটেছি সেই স্বপ্নের পথ ধরে,
অবধারিতভাবে তোমার কাছে চলে আসা,
তারপরেই মনজুড়ে চলে-
গভীর প্রেমের নিগুঢ় উন্মত্ততা।


২০ জুন, ২০২১