তোমার দেয়া কিছু কষ্ট জমিয়ে রেখেছি গহীনে,
মাঝে মাঝে দেখি আর ভাবি-
আমি বড় ভুল ছিলাম তোমার কাছে!
গভীরের সত্যগুলোকে আজ বড় মিথ্যে মনে হয়,
প্রাপ্তি অপ্রাপ্তির ভীরে হতাশার অন্তরালে-
এতটুকুন ভালবাসাই তো চেয়েছিলাম!
আজ বিদায় বেলায় সকল স্মৃতিরোমন্থনে
তোমার হাত ধরার সত্য অভিপ্রায়ে,
যে কঠিন কথাটা ফুটেছিলো চোখে মুখে
সেটাও তুমি পড়ে দেখোনি!
আসলে ভালবাসা নয়-
তুমি যেন ঘৃণারও যোগ্য নও।
বিষাদের কালো রাত্তিরে হাতটা বাড়িয়ে বলেছিলে-
কাছে এসোনা, পুড়ে যাবে!
আজ যেন সত্যিই তুমি আমাকে পুড়িয়ে দিলে...
যে আগুন জ্বালিয়েছে অন্তর আত্মায়
তার উত্তাপে আজ আমার পুরো জগৎ যেন ভীতপ্রায়!
আমি ক্ষমা করবো না তোমাকে, কক্ষনো না!


০৫ ই অক্টোবর, ২০১৬