মাঝরাতে চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ তোমার কথা মনে আসে,
ভাবনাগুলো তখন তোমাকে নিয়েই আবর্তিত হয়।
আমার যৌবনের প্রারম্ভে যে তোমাকে চিনেছি আমি,
সেই তুমি আজ অসীমে বিলীন হয়েছো, হয়েছো অপ্রতিভ ছায়া।
তোমার সান্নিধ্য আমার কাম্যতা হারিয়েছে আজ বহুকাল হয়,
রোদের তপ্তকণ্ঠে কতকাল হেঁটেছি দুজন বহুযোজন পথ।
আমার কল্পনার অনিরুদ্ধ আঙিনায় এখনো তোমার কিছু অস্পষ্ট স্মৃতি পড়ে আছে,
পঁচে দুর্গন্ধ বের হবার আগেই সব মুছে দিতে চাই।
তোমাকে নিজের মতোন করে পাবো না তাই,
মনের গহীনেও রাখতে চাই না।
হারিয়ে যাও অতলে, যেখানে আমার স্মৃতিরা শূন্যছবি হাতড়ে ফিরে না।
তুমি | ২৮/৫/১৮