আকাশটা আজ বড্ড ভেজা,
থেমে থেমে ভিজিয়ে যাচ্ছে জমিন!
আমি তবু সিক্ত হতে দিই না এই রুক্ষ শরীর,
যেন তাতে তুমি মাথা রেখে কেদে ভাসাতে পারো বুক,
হতে পারো ক্রন্দসী!
রৌদ্রদগ্ধ মন আজ কাঁথার নীচে আশ্রিত,
তুমি এসে দিও একটু শরীরের উষ্ণতা তবে -
আমি আবার প্রাণ পাবো,
সতেজ হবো তোমার ছোঁয়াতে!
তুমি বৃষ্টি চাও না, মেঘ হও না-
আকাশে তবু রোদ উঠে না,
যেন আকাশে আমারই দুঃখের জয়গান।
জলের ধারা যেন সুর তোলে বিষাদের,
তুমি না হয় বারান্দায় বসে হাতটা বাড়িয়ে রেখো-
ফোঁটা ফোঁটা জল ছুঁয়ে যাবে তোমার কোমলস্পর্শী হাত।
হয়তো মনের কোণে জমাট দুঃখ বিলীন হবে জলের ধারায়,
তুমিও তখন হয়তোবা আনমনে বলে বসবে,
মেঘ চাই, বৃষ্টি চাই,
আর চাই তোমাকে।


২২.১০.২০১৭