নিজেই নিজের আপন।
ধরণী মাঝে নয় কেউ কারো,
নামমাত্র বন্ধু যত,
সুদিন মাঝে সবাই আপন,
দুঃসময়ে তো নাইকো স্মরণ,
বন্ধুবেশে এ কোন আপন?
আমার নিকটজনে।


যা দেখি তা শত্রুসকল,
কালসাপ হয়ে দিচ্ছে ছোবল।
কষ্ট দেখার নাইতো কেউ।
বিপদ মাঝে পাইনা যারে
কেমনে বলি আপন তারে?
আপন নামের কলঙ্ক সেতো
নিকট বন্ধুবেশে।


অসময়ে দেখা সবার‌ই রোজ,
প্রয়োজন সময়ে কে রাখে খোঁজ?
নিজ ছাড়া নিজের নাই কেউ নাই,
আগে তো আসে পরিজনেরাই,
তবে নিজের কষ্ট নিজ ছাড়া আর
বুঝিবার কেউ নাই।
নিজ ছাড়া আর আপন
কে আছে দিনশেষে?


ওগো বন্ধু!
মনে রেখো এ কথা,
পরিবারের মতো আপন আর
কোথাও নাই
তাই পরিজনের সাথে
করি‌ও না পাষন্ডতা।
তবে নিজ ছাড়া নিজের
বড় আপন কিন্তু কেউ নাই
এটাও রাখি‌ও স্মরণে।


'আপন'
সেপ্টেম্বর ২০,২০২০