স্তব্ধ ঊষার বাতি
দূর হতে কানে আসে ভেসে
   সুমধুর কন্ঠধ্বনি।
যদি হতাম সেই পাখি।


নীরব-ঘুমন্ত লোক সমাগমে,
জাগ্রত হতাম কলকাকলিতে,
শুনতাম শুধু আজানের ধ্বনি
  কান পেতে বারে বারে।
  যদি হতাম সেই পাখি।


আমায় দেখে লিখত কবিতা
  হয়তো কোনো কবি,
চিত্রশিল্পীর রঙ-তুলিতে
  ফুটতো আমার‌ই ছবি,
আমায় দেখে বুনত স্বপ্ন
  শত শত বিমানচারী,
আপন প্রাণ জুড়াতাম তব
  তাদের দেখে আমি।
যদি হতাম সেই পাখি।


আমার নীড়ে থাকত কেবল
  অঢেল সুখ ও শান্তি,
নাহি হতাম কখনো আমি
  ক্ষমতার প্রতিযোগী।
হিংসা-বিদ্বেষ-গ্লানি কভু
নাহি হতো মোর প্রকৃতি,
আগলে রাখতাম সবকিছুকে
  স্নেহ মমতায় আমি।
যদি হতাম আমি পাখি।


চিরশুকরিয়া বিধাতার নিকট,
  হয়েছি সেরা প্রাণী।
তব হৃদ মাঝারে চিরদিন
যদি হতাম আমি পাখি।


'যদি হতাম পাখি'
মে ১১,২০২০