কবি- এতো সেই প্রাণী
যার- নাই কোনো দেশ,
নাই কোনো জাতি,
নাই কোনো ভাষা,
নাই কোনো গোত্রী।
তার মুখোবাণী চিরকোমল,
তার মনোপ্রাণ চিরচঞ্চল,
তার হাসি সদা অমলিন,
তার দুঃখ সদা অকালীন,
তার চিত্ত নয়-যে ক্ষীণ,
সে সবার সার্বজনীন।
সে মানেনা যে কোনো বাধা,
তার ভাবনা যে এক-গোলকধাঁধা।
তার স্বপ্ন যে এক-পৃথিবী,
যেথায় সদা শান্তিরবি।
তার কষ্টের নাই সীমা,
তব রচে শান্তি উপমা।
সে যে ফোটায় পুষ্পহাসি,
দুঃখীরে সে করে সুখোরাশি।
মানব সে এক মহাবিনয়ী,
অর্থপ্রেমে নয় সে মোহময়ী।
ঠিকানাহীন মহাপুরুষ সে সবার
অক্ষিমণি,
পত্র-কলমে রচে তার হৃদয়-
স্নেহবাণী,
নির্বাক এক মানব সে
ন্যায়ের মহাবুলি,
অন্তহীন ঠিকানায় তার চলে
কলম-কালি,
কবি- সে তো এক
কোমলফুলের কলি।


'কবি'
ডিসেম্বর ৩, ২০২১
উৎসর্গ- শ্রদ্ধেয় পারভেজ মোশাররফ স্যারকে