বেঁধে রাখি মিথ্যে রশি
হস্ত টেনে টেনে,
রক্ত-যে সব যায়গো চলে
মাংস ছিঁড়ে ছিঁড়ে,
যত্নে ধরা রশি তবু
বারেবারে ছুটে যায়,
এক-এক করে সকল আপন
পর কেন হয়ে যায়?
ওগো! পর কেন হয়ে যায়?
মিথ্যে রশির মায়া কেবল
দিয়ে যায় শুধু ঘায়,
কাছের মানুষ এক-এক করে
দূর কেন হয়ে যায়?
ওগো! দূর কেন হয়ে যায়?


করেছি যুদ্ধ যাদের জন্য
কাটতে নিজের শির,
ছিলাম তখন তাদের কাছে
রণাঙ্গনের বীর,
দিনশেষে তবে আঙুল তুলে
বলে দিল তারা-
ভুলপথে লড়েছিলি তুই,
ছিলি যে তুই বোকা;
কেউ-ই সাথে ছিলনা তোর,
ছিলি যে তুই একা।
অবাক হয়ে চেয়ে দেখি,
আর অশ্রু ফেলি একা,
ফেলতে কেবল পারিনা তবু
কত শত বাধা!
অশ্রু আমার চিরশত্রু,
আমি যে এক যোদ্ধা।


অন্ধ ছায়া, মিথ্যে মায়া
বারেবারে কেন টানে?
সোনালী রেখার দিনগুলো কি
ফিরবে না আনমনে?
মিথ্যে রশি সত্য কি-আর
হবে না কোনোদিনে?
এই কাঁটা কি বিঁধবে -তবে
প্রতি ক্ষণে ক্ষণে?
মিথ্যে রশি না কেটেও
বাঁধবে কে অঙ্গনে?


'মিথ্যে রশি'
জানুয়ারি ১৮, ২০২৩