করেছি বিশ্বাস যত,         হেরে গেছি তত,
                  হেরেও যে হারিনি।
কাছের জনের আঘাতে,    ঢলেছি মৃত্যু কোলে,
                  মরেও যে মরিনি।
বিশ্বাসের বজ্র আঘাতে,     পড়ে গেছি মাটিতে,
                  পড়েও যে পড়িনি।
খেয়েছি আঘাত যতবারে,   দাঁড়িয়েছি উঠে বারেবারে,
                 ভেঙ্গেও যে ভাঙ্গিনি।
বিশ্বাসী কিছু জনে,           পাথর ছুঁড়েছে মুখে,
                  কষ্ট‌ও যে পাইনি।
পাথরকে করেছি যত্ন,       ঝরেছে কত রক্ত,
               ভীত হয়ে‌ও হ‌ইনি-ভীত।
পাথরে পাথর বসিয়ে,       স্তর পালাক্রমে সাজিয়ে,
                  গড়েছি শক্ত দুর্গ।
দুর্গের পর দুর্গ,               স্বপ্ন করেছে পূর্ণ,
                গড়েছি বিশাল রাজ্য।
পারে যত ছুঁড়ুক-পাথর,      নাইগো ক্ষতি তবে
               বেঁচে যদি যাইগো-আমি
                গড়ব রাজ্য আবারে।
চলুক বিরাগীর আঘাত,      ধরে শক্ত হাতে,
                স্বপ্ন-আমার পূর্ণ হবে
                  তার‌ই কৃপা ভরে।


'পাথর রাজ্য'
মে ২৬, ২০২১
উৎসর্গ - আশকরকে