দেখছি যে আজ মিথ্যে হাসে
আমার দুয়ার ধরে,
সত্য যে আজ গেছে হারিয়ে
আমায় একা ছেড়ে,
সত্য যে আজ করে হাহাকার,
মিথ্যের যত জয়জয়কার,
হেসে-হেসে আমি আপনারে বলি-
আমিই কি তব মিথ্যে?
অমৃত দেখি ক্ষুধিত অনল
আজ, আমার পিছু না ছাড়ে।
সৎ মানুষ আজ করে আহাজারি,
অসৎ লোকের কত বাহাদুরি,
সৎ লোক আজ কেঁদে-কেঁদে বলে-
সৎ লোকের শত্রু বেশি,
অসৎ লোকের শক্তি বেশি,
সৎ হয়ে এই জীবনে
কী পেলাম আর।
অসৎ লোক যে সুখে বিন্দাস,
থামায় তারে সাধ্য কার।
ওহে বন্ধু আমার!
ভুলে যাও কেন বারে?
সৎ লোকের বিপদ শতদিন
ঘুরেও দাঁড়ায় শতবার,
অসৎ লোক যে পড়ে একদিন
উঠতে কী সে পারে আর?
কত মহামানব আছে বলে আজ
পৃথিবী এখনো জ্যান্ত,
সব অজন্মা একা হলে আজ
ধরণী হতো ক্ষান্ত।
সৎ মানুষ আছে বলেই
সত্য আছে বেঁচে,
অসৎ যদি থাকত একা
সত্য-নাম কে শোনে।
ভালো মানুষ রবে যতদিন
ধরণীও বেঁচে রবে ততদিন,
সৎ মানুষ যাবে যেইদিন
অসৎ হবে রাজা সেইদিন,
অন্যায়ের পর অন্যায় হবে
কে তারে থামায় সেদিন।
কিন্তু এটা রেখো স্মরণে-
ধরণীর এই স্নিগ্ধ মাটি
স‌ইবে না তা কোনোদিন।
হে বন্ধু! আমার কথাটি শোনো-
সৎ হয়ে এই ভুবনে তুমি
সত্য কায়েম করো।
তোমার সত্য আঁকড়ে ধরে
পৃথিবী রবে বেঁচে,
তুমি যদি নাইবা বাঁচো,
তোমার সত্য রবে বেঁচে।


'সত্য'
রাইন রিয়াজ
জানুয়ারি ১১,২০২১