আনচান আনচান
এটা সেটা আপ্রান
কত কি চায় মন চায়,
এদিক ওদিক ছোটাছুটি
হাসি খেল লুটোপুটি
স্থির থাকা দায়।


আমি বলি আমি বলি
অস্থির দলাদলি
মারামারি হেরফের,
কথার কথা ছোড়াছুড়ি
পাত্তার নাই তুড়ি
সবজান্তা শমসের।


খেতে খেতে কাড়াকাড়ি
সবে মিলে আড়াআড়ি
ভাগাভাগি বাটোয়ারা,
দৌড়ঝাপ লাফালাফি
গাছের ডালে কাঁপাকাঁপি
লাফ দেই চল ত্বরা।


আজ হাহাকার পথটা
নিরবতা সন্ধ্যের সাতটা
নিরিবিলি রুমটা,
কেউ এসে বলেনা
কাড়াকাড়ি করেনা
দিয়ে মুখ ঝামটা।


সবই আগের মত
আছে ছিল যা যত
শুধু তোরাই নেই,
ইচ্ছে করেনা আর
একা হাটি পথটার
হারিয়ে ফেলি খেই।