হলদে রঙের লালচে ছোপ, লাল সবুজের বন্যা,
আচঁল ঝোলা শাড়ির ভাজেঁ, বাহারি সাজে কণ্যা।


গালে আকাঁ শতরাঙাতে শতরুপী আল্পনা,
তুলির ছোঁয়ায় উঠছে ফুটে বৈশাখীরই কল্পনা।


পান্তা ইলিশ ঐতিহ্যতে দেখছি বাঙালিয়ানা,
বাঙলা আমার বাঙালি ওরে সবই ষোলআনা।


শতপুঁজির শত হিসেব খুলে হালখাতা,
অতীত সকল হিসেব চুকে খোলে নতুন পাতা।


নতুন পাতায় নতুন বছর নতুন হিসেবে বর্ষ,
নতুনভাবে গুছিয়ে জীবন আগমনী “শুভ নববর্ষ”।