মাঝে মাঝে আমি শুনেও শুনিনা
কেনো জানি বুঝিনা,
কারণ কি জানো?
মনে হলো
এই ফুরোলো
কথা বুঝি শেষ!!


আরেকবার কথা শোনার
দারুন ইচ্ছে,
একই কথা দুবার শোনবার
নানান কাহীনি কিচ্ছে
আরেকটু সময় থাকা,
আরেকটু কন্ঠ মাখা,
একটু আটকে রাখা,
তোমায় চাচ্ছি পাশে বেশ।
কথা ফুরোলেই যেন
এই বুঝি শেষ।


এ পাশের নিশ্বাস
ও পাশের বিশ্বাস,
ক্লান্তিহীন স্বপ্নচোখা
এটা সেটা চিত্রলেখা,
তুলির আচড়ে কথা,
নানান রঙধনু।


কি বলছো বুঝিনি
আবার প্লিজ।
আবার রেশ রেখা
কথার ছড়াছড়ি
এ যেন শেষ না।
দুরত্ব নয় ফোনের ওপাশ
কাছাকাছি এক নিঃশ্বাস,
কখনো বা ঘুম
যেন আদরে আদরে
এক সমুদ্র ভালোবাসায়
আলতো আঁকা চুম


এক রঙে সকাল
কিংবা গোধূলী বিকেল
কখনো বৃষ্টির প্রেম
একসাথে ভেজা।
দুপাশে থেকে অনুভুতির ঝড়,
এ যেন দু-দিকের
দু-অনুভুতির ভালোবাসার
গণিতের যোগফলের গড়।