শব্দটা বড় আবেগী
কথাটা বড় টানের
টান যে সেতো নয়তো
আমার শুধু মনের।
ভালোবাসা যে আজ বড় জোর বাধা,
কাজে মন ত্যাগী ভাবে
সব কাজ আজ পুর্ণ নয়
হচ্ছে আধা।
ও যে সব দরদী মন
মা বাবা বোন আপন
ছাড়তে বড়, হচ্ছে ক্ষরণ
সে যে, মনের রক্ত ক্ষরণ।


ত্যাগী ভাব যে আতাঁত আজ
আমার দেহমন সাজে,
বেরিয়ে যাব, ভেবে সে মন
সংকীর্ণতা মন কেবলি কাঁদে
ছাড়পত্র যে নেই, আজ মনের ভাঁজে।


নাহ, আর না।
ডেকোনা আমায় পিছুপিছু আর
একটু যাই ,
চির ত্যাগী হয়ে
কেঁদো না হয় ক'টা দিন,
আমি বরং নিয়ে যাই
তোমাদের দেয়া ঋণ।


তবুও দেও, একটু যাই
আর কোন কথা নেই
বিদায় বলে আজ
চলে যাই, তবে
চলেই যাই।