কাজের বিনিময়ে পায়না ওরা মূল্য,
কাজের লোক বলেই ওরা যেন,
              পায়ের সমতুল্য।


চেয়ে দেখ সব হায়েনার দল,
ইট পাথরের দেয়ালখানি,
চাষবাসের সব কষ্টগ্লানি,
চাকার গতির পায়ের পথটা
                 তাদেরই কর্মফল।


শ্রম ঢেলে শ্রমিকেরা
অন্ন যোগিয়ে কাজ,
কুমার, তাতি, মজুর কুলি,
বিত্তবণিক হায়েনার যাতে
              পিষছে শ্রমিক আজ।


দুখে দুখী হাসি মুখে সব মেনে এরা
নতুনভাবে কাজে নামে,
সাহস বুকে পুরোধামে,
বুকে কান্না, হাসিমুখে
                 বড়ই দু:খী তারা।


আজ বালুকণা, দেয়াল,
পথে সাক্ষী বহমান
হস্তের ঘাম ঝরে,
সৃজন নেশার তরে,
বহমান সব সৃষ্টকর্ম দেখায়
                শ্রম শ্রমিকের প্রমান।