চাওয়া পাওয়ার নাই শেষ সবের
যাই পাওয়া তার দ্বিগুণ চাওয়া,
অবাক সবার চাহিদা।


ভাবলে সবি পাবার থেকেও
না পাওয়ার কেমন জানি হাহাকার বেদনায়।


অদ্ভুতুড়ে সব অদ্ভুত কান্ড মানুষ করে,
পাওয়া না পাওয়ার আশায়।


ঘরের কোণে বিষাদ গীতি,
গেয়ে সে চলে নিরবধি,
না পাওয়ায় নাকি সে সুখেও অসুখ।
ভাবলে মনে কি নাছোড়বান্দা ওরে
পাওয়া না পাওয়ার আশায়।


এত কিছু তবুও এত কিছু
কি নেই যে তার এ অভাব,
লোভের কবর খুঁড়েই তবে সেই
যারপরনাই তার স্বভাব।


এত ঢালী সাজানো সুখেও সে অসুখী
পাওয়া না পাওয়ার আশায়


কি দুর্বোধ্য কি দৃঢ় মন
চাহিদা আর আকাঙ্ক্ষায় ভরা তার মন।
এযে মানুষ,
এযে মানবকূল,
এযে নারীর প্ররোচন,
তাইতো এত মাঝেও
চাই চাই সবি সারাক্ষন।


না হলে যে হয়না মোর পাওয়া,
অপুর্ন থাকে থাকে একটু খানি পাওয়া,
থাকছি যে বড়ই অসুখে
নেই ধরায় আজ কেইবা সুখে


দেখ সব চারিপাশ, সব যে কাতর ব্যাকুল
পাওয়া না পাওয়ার আশায়।


সুখেও তবু অসুখে
ভাবতে লাগে বেদনা আজি
চাহিদাই তো অসুখাবহ পাগলামি
থাক না এবার চাওয়া।
না না না তা হবেনা।
মেনে নেয়ার মত না।
পেলে সবে আমি কেন পাবনা?
এই যদি হয় মন
ওরে সারাজীবন থাকবিরে তুই
অসুখী সারাক্ষন।


পুড়বি তুই,তোর মনও সবি
কপল ভিজবে ঝরবে অশ্রুবান সর্বদা ওই
পাওয়া না পাওয়ার আশায়।