এই শহরে আমি একা।
ভূল দরজায় কড়ানেড়ে,
আজ আমার পকেট ফাঁকা।
এইটাই কি বাস্তবতা?


আমি আছি আগেরই মতো।
এই শহরে চলছি নিজের মতো।
ব্যস্ত বাস্তবতার ভিড়ে,
মিছে স্বপ্ন ছুয়ে।


শূন্যতা মুগ্ধতা এনে দেয় পূর্নতা।
কেনো ভাঙ্গছে আকাশ,
আমি ভাঙছি না।
এটাই আমার ভাল লাগা।


এই শহরে আমি একা।
আর কত খুঁজবো তোমায়।
চোখ থেকে ফেলেনিকো জল।
সধায় মুখে রেখেছি হাসি।


আমি খুব সাধারন,
এই শহরেরই একজন।