পৃথিবীর বুকে সত্যিই আমার কেউ নেই!
আমি কি নিতান্তই একা!
দুঃখগুলো লাঘব করার জন্য
কেউ একজন আসে না কেন?
পাশে এসে বসে না কেন?
কাঁধের উপর একখানা কোমল হাত রেখে
বলে না কেন?
তোমার আর কোন দুঃখ নেই,
আর কোন বেদনা নেই,
আর ব্যথিত হতে হবে না,
একাকী থাকতে হবে না।
আমি এসেছি ফাল্গুনী হাওয়া হয়ে।
শুকনো সমুদ্রে জলরাশি প্রবাহিত হবে,
কঠিন পাথর গলে যাবে, হবে কাঁদা মাটি।
সবুজে নব প্রাণ পাব,
আমি আবার সুখী হব।