রকি আর তার বন্ধুরা মিলে কলেজে ঘুরতেছে।হঠাৎ দেখে আকাশ হলরুমে অনুষ্ঠানের জন্য নাচ প্রাকটিস করছে।রকি আর তার বন্ধুরা আকাশকে নিয়ে উপহাস করে বলছে হিজরা।আকাশ ওদের কথায় কষ্ট পেলেও তা প্রকাশ করলনা বরং ওদের ডেকে বলল,দেখ
আমর হিজরাদের নিয়ে উপহাস করি।কিন্তু ওরা হিজরা হয়ে জন্ম নেওয়ায় ওদেরকি কোন হাত আছে।সন্তান ছেলে বা মেয়ের জন্য যেমন কেউ দায়ী না তেমনি হিজরা হওয়ার জন্যও কেউ দায়ী না।এটা আল্লাহর ইচ্ছা।তিনি যদির আমাদের বা তোমাদের হিজরা বানাতো তাহলে?
আকাশ ওদের এভাবে বুঝানোর ফলে ওরা অনুতপ্ত হয়ে ক্ষমা চায়।
কিছুদিন পর ওর হিজরাদের সাহায্য করার জন্য মানবতা ট্রাস্ট নামে একটা সংগঠন স্হাপন করে হিজরাদের শিক্ষা ও শিক্ষা উপকরন প্রদান করেন।
আসুন আমারাও এই সম্প্রদায়কে সাহায্য না করি ঘৃনা বা অবহেলা করব না শপথ করি।