প্রতিটি দিন ঘুম থেকে উঠে,
অনুভব করি আছি বেঁচে।
ভাবি কেন যাইনা মরে?
পরক্ষনেই ভাবি মরলে কি হবে?


চারদিক ঘিরে কালো অন্ধকার আছে ছেয়ে।
আমারা ছায়া আমায় গেছে ছেড়ে।
নিস্তব্ধতা খাচ্ছে আমায় গিলে।
তারই মধ্যে কোন রকম,আমি আছি বেঁচে।


অন্ধকারে ডাকি তোমাকে।
তুমি কি শুনতে পাওনা আমাকে।
মনে হচ্ছে তুমি আছ পাশে।
তবে কেন সাড়া দাওনা,ডাক না নাম ধরে?


চেয়ে দেখ আজ আকাশে,
দুইটি তারা আছে।
একটি যদি হই আমি,
অন্যটি হবে কি তুমি?


দেখ দেখ একটুখানি চেয়ে
তারাগুলো যাচ্ছে দূরে সরে
পাগল আমি, তারাকি থাকে না কি একসাথে।
তুমিই তো গেছ চলে,আমায় ছেড়ে।
আমি আছি নিস্তব্ধতার আড়ালে বসে
নিস্তব্ধতা খাচ্ছে আমায় গিলে।
মারছে কুড়ে কুড়ে।।