সব আলো মুেছ গেছে
হ্রদয়ের কেনভাসে;
সব গতি থেমে গেল
মনের আঈনায় এসে ।
আজি দুঃখেরই বেনু বাজিয়াছে
আমারই পথচলায়;
চিবিয়ে খেয়েছে স্বপন খানি
অনাদর ঢনকায় ।
যেথা ছিল রাশি রাশি চপল চাহনি;
হ্রদয়ে গেথে ছিল সুমহান গাথুনি ।
আজি হেথা কে তুমি
কেনবা এ আচরন;
ধ্বংসের  মহারথে
করছ যে বিচরণ ।
তুমি আমি  আমি  তুমি
দোসারোপ বারবার ;
হিসেবের খাতাটায়
আমিই যে ছারখার ।
মধু রুপে আসিয়াছ
মোর হীন ধরাটায়;
মধু রুপেই থাকনাক
ছন্দহীন ছড়াটায় ।
তবু যদি উড়ে যাও
যতদূর নীলাকাশ;
শ্রাবনের মেঘে তবুও
খুঁজে নেব অবকাশ ।
আর যদি সব রং
মুছে তুমি দিতে চাও;
নিজেকে ঘুচিয়ে নেব
ফিকে করে  দিয়ে যাও॥