শেষ উনত্রিশে ফেব্রুয়ারি-
ঠিক পরের ফেব্রুয়ারি!
আমার দুঃখ,দুর্দশা,শোক
বয়েই চলছিলো,চলছে!
যদি  সত্তরটি বৎসর থাকিও-
দয়াময়ের এ ভুবন তটে;
কিংবা আগামী মূহুর্ত!
পরিপূর্ণ আয়ুষ্কাল-ই দুঃখী।
এ দুঃখ,শোক-
আমায় আপনা ভেবেই ঝরাচ্ছে:-
চোখের জল,রুহের আয়ু!