মন খারাপের কোন কারন হয় না
সে তো তোমায় ভেবে ও হতে পারে
মন খারাপের কোন রঙ হয়না
লাল,নীল,কালো যা ইচ্ছে তাই ।


মন খারাপের কোন সময় নেই
সে তো নিস্তব্ধ রাতের অশ্রু হয়ে ঝড়ে পরে,
রাতে টিনের চালে অথবা স্নিগ্ধ সকালে
ঘাসের ডগায় শিশির হয়ে ঝড়ে ।


পথের শেষে তোমায় না দেখে
আঙ্গুলের ফাকে আঙ্গুল না রাখার আক্ষেপ থেকে
হটাত কোন অপূর্ণ ইচ্ছে হতে
তোমায় ভেবে ভেবে রাত-দুপুরে
মন খারাপ সে তো হতেই পারে ।