এ ঘোর কাটবে কবে


– আব্দুর রাজ্জাক শেখ


যুবকেরা বোধহীন ভূমিকায়
নারীরা ডুবে আছে সাজসজ্জায়!
সুবিধাবাদী  ছুটছে প্রাচুর্য্যের অন্বেষণে
বঞ্চিতদের লবন আনতে পান্তা ফুরায়।
শাসকের মরণকামড় নিপীড়িতের অধিকারে
সুশকেরা দেশ-বরণ্য
রৌদ্রে বিদগ্ধ চাষীরা মাথা ঠুকে
সমাজে অবহেলিত লগন্য!
সত্য নিভৃতচারী বেমালুম বনবাদাড়ে
নারীবাদী নিশ্চুপ ধর্ষণে ;
প্রতিবাদীরা অষ্ট প্রহর কাটায় কারাগারে
বিপ্লবীদের কন্ঠ জব্দ।
কবিরা ভূলে গেছে বিদ্রোহিতা
আবেগীয় দৃষ্টি নির্বাক উপদ্রবে!


এ ঘোর কাটবে কবে?