আমরা জনগণ মৃত্তিকা
তোমরা নির্মাণ গড় বড় বড় অট্টালিকা
হেমারের আঘাতে দ্বিখন্ডিত করো আমাদের বুক ছিঁড়ে
কি নির্দয়া পাষাণ! তোমরা একবারও ভাবনা কতটা ঘাঁ নিয়ে আমরা বাঁচি;


তোমাদের পাদুকা ভিমে কত সহজেই ভেদ হয় বুক
সহস্র বার চুর্ণ বিচুর্ণ হয় তোমাদের আশ মনোরঞ্জনে নিত্যদিন।


জেনেও হেসে উড়িয়ে দাও
জনগণের চাওয়া পাওয়া ইচ্ছাকাঙ্খা গুলো পদতলের কার্পেট বানিয়ে রাখো ক্ষতের আর্তনাদ
ঢেকে রাখো নতুন ঘটনার আলোকে মুমুর্ষ অত্যাচার বর্বরতা নিশংস চিহ্নকে
চাপিয়ে দাও অবিরত জনগণের নামে কুসংস্কার বেনামী এক কাহিনী।


আমরাও পুরোনো ইতিহাস পড়ে জেনেছি জালিমদের একদিন পতন আসে তাই মেনেছি এই অত্যাচার, চাঁপা কাঁন্নার করুণ ধ্বনি
কালের সাক্ষী হবে সূর্যের মত ঝলমলিয়ে আঁধার ভেঙে দ্বীপপুঞ্জের ন্যায় ঝলসে উঠবে-


আর তোমাদের মত স্বৈরাচারীর মরন হবে নমরূদ সাজ্জাদ ফেরাউনের মত নীচক মৃত্যু
পৃথিবীতে বেঁচে রবে মানুষের ঘৃণার পাত্র হয়ে তোমাদের নামে থুথু ছুড়ে দিবে মনের খায়েশ মেটাতে
আমরা মাটির মত নিষ্পাপ হয়ে অমর হব পৃথিবীর মানুষের কাছে বৃক্ষের কাছে নদীর কাছে ফুলের কাছে অনন্তকাল।