যুদ্ধে যাবো স্বৈরাচারীর
মর্ত্য দিেব নাড়,
যুদ্ধের জন্য প্রস্তুতে তাই
সান দিচ্ছি তরবারি।


পণ করেছি মৃত্যু দিয়েই
মৃত্যুর খোলব তামস,
অসুরপুরে শোর হাঁকিয়ে
দর্পে নামাবো ধস।


গোলামির ঐ জিঞ্জির ছিঁড়ে
কাঁপাতে কাল মন্থর,
দাসত্বের হীন-জীবন ছেড়ে
জাগো'রে যাযাবর।


হে বিদ্রোহী জাগ্রত হও
দুর্নীবিত দুর্বার,
রাক্ষসীনির রাজ মর্দনে
হাঁকো বজ্র হুংকার।


রাঘব বোঁয়ালের এই দেশে
জনতা অসহায়,
আর কতকাল পদপিষ্ট
তাঁতাল শোয়ারের পায়?


সম্মুখে কালের দুর্গতি
দুর্বৃত্তের অগ্নি শূল,
আগ্রাসী রক্তক্ষার্ভ চোখ
বিদ্বেষে হুলুস্থুল!