যাহা না পাই তাহা যে চাই
আমি অনিবারে
সম্মুখ যা পাই ঘুরপাক খাই
মরু বন কিনারে।


যে সাগর বয় যন্ত্রনাময়
ব্যথা লুকানো তার,  
পরবাসে নীরব ত্রাসে
অগ্নিকাণ্ডে ছারখার।


কত যে ফুল করে যায় ভুল
নাহি সে শুধরাবার,
চোখের দেখা কাব্য লেখা
নিয়ে বাস্তবতার।


সম্মুখে মোর স্তব্ধ ভোর
কাটাই অষ্ট প্রহর,
কথা থাকে কালের বাঁকে
জাগো হে কারিগর।