রক্ত সিন্ধু,বাধার অদ্রি,পামর বুকে কেতুর কম্পন তুলে মর্দনে কাল গেলি দুরিত ভীম নাড়ায়ে
আজ কেনো তুই খুন-মরলোকে কূলের শিশু অচল বিকল চুপসে থাকিস বিসংবাদীর অরাজকায়ে?


স্বৈরাচারীর জুলুম দেখে
নিদ্রা যাস নাকে তৈল মেখে!
কুনো ব্যাঙে অলস পড়ে
ভীতস্থে তুই জড়সড়ে
ডান বিমুখে নিরবধি চলছিস বাঁয়ে।


জাত বিবর্ণে বহির্বিশ্বে অসভ্যরা মেতেছে ঐ হানাহানি
মহা কাইয়া আজ চৌদিকে ক্রোধানালে ভশ্মিত ফুল নশ্বর খানি।


আর কতকাল ক্ষীণ শির ঝুঁকে
মরবিরে তুই ধুঁকে ধুঁকে?
ক্রীতদাসের ঘৃণ্য জীবন
সইবি কত দহন পীড়ন
শাসকের দাসত্বে জিঞ্জির পড়ে পায়ে!


জাগোরে ফের কুরুক্ষেত্র জয়ী হে বীর ইতিহাসের রাখাল বালক
পুলক জাগুক ভঙ্গুর প্রাণে জয় উচ্ছ্বাসে পতনে ঐ হিংস্র খড়গ।