শির নোয়াতে হয় তবে স্রষ্টার শানে নোয়াও।
যে সৃষ্টিতে বিশ্ব অখিল,আসমান,জমিন,বায়ু,চাঁদ নক্ষত্র,দিবারাত্রি,নদ-সমুদ্র,পশুপাখি,বৃক্ষরাজি,যার সৃষ্টিতে শ্রেষ্ঠ মানব সম্মানে ভূষিত হলে।
কেবলই তার নৈকট্য লাঘবে নিজেকে তার কাছে সমর্পণ করো-
এবং দু'হাত তোলো অনুতপ্তে তবেই পাবে নাজাত।যদি ক্ষমা চাইতে হয় তবে স্রষ্টার নিকট করজোড়ে দাড়াও।
ঈমান আনো একত্ববাদে আনো শংশয়,
তার মতো জগতে আমির আর কেহ নাই।
হে পীড়িত,হে যাযাবর এসো সত্যের সন্ধান করি আশ্রয় দেবার তরে যে রয়েছে ব্যাকুল সহসাই,
যিনি ছাড়া পৃথিবীটা অচল-মরিচিকা।
এসো আলোর খোঁজে আর কতকাল রইবে অন্ধকারে দু'চোখ বোজে?
দুনিয়াবীর আলিশান,রাজত্ব লোভ ছেড়ে এসো এক খোদায়ীর গুণগান গাই।
যদি শির নোয়াতে হয় তবে স্রষ্টার শানে নোয়াও—কংক্রিট পাথরে মাথা ঠুকে কোনো লাভ নাই।