হায়রে আমার গর্বের স্বদেশ জন্মভূমি এখন শাসক শকুনি,
সাম্যের গান গায় যারা-তারা কদরবিহীন সেই জন হয় অগুণী?


ফিৎণার যুগ ভেদ-অভেদের ছড়াছড়ি ধিক্ শত ধিক্,
এখানে আজ মোহের দলাদলি বিদ্রোহ দিক বেদিক।


দেশজনতা আজ অসহায়—
দাঙ্গা ফেঁসাদ আর হাঙ্গামায়,


পরিযায়ী জীবন অন্ধকোঠায় করুণ দুর্ভিক,
পায়ে পায়ে সংশয় নিত্য গড়াগড়ি ত্রিকাল ফিক।


স্বাধীনতা যেনো সোনার হরিণ কারো বাপের ক্রয়কৃত ধন,
জোর যার মুলক তার শোষিছে দেখো ইচ্ছে মতন।
হতভম্ব দেখে শাসকের ঢঙ,
অমানবিক বশে শয়তানের সঙ।


দৈন্য যারা যাতাকলে
রাত্রি দিন দগ্ধ অনলে?


স্বার্থান্বেষীর উন্মাদে ক্ষমতার লোভে অন্ধ
সুপ্তির ভুবন জুড়ে ধ্বংসে খাঁড়া আঁটে দন্ধ।