এই সমাজে মুখোশ পড়া
কত মানুষ
স্বার্থ সিদ্ধিই আপনা ভোজে
থাকে বেহুঁশ!


পরনিন্দায় ব্যস্ত সকাল
সন্ধ্যা সাজে,
ওরাই দেখি সম্মানিত
লোক সমাজে!


মিষ্টি কথায় দৃষ্টি কাড়ে
সব মানুষের
বাহির চিকচাক ভেতর দেখি
অন্ধকার ঢের।


চলন বলন দেখে মনে
হয় শিক্ষিত,
শান্তির ধরায় ঝগড়া ফেসাদ
ছড়ায় নিত্য।