আমি তরুন হবো নির্ভীক  অভয়ী বীর!               আমি নজরুল হবো বিদ্রোহি উন্নত শির,          

আমি চলিতে চমকি-দমকি                            
চলি অবিচল-অবিকল    চলরে চল্ চল্ নিম্নের     উতলা ধরনী অতল-উর্ধ  গগণে বাজে মাদল হবো    বিদ্রোহির বালু বল!        
আমি সৈনিক হবো দ্বীনি  পাগল নুরে মোহাম্মদির   নামাযে-নামাযে মেটাবো   প্রানের পিপাষা,           জান্নাতের ঐ শ্রেষ্ঠ স্হান    দিবেন আমায় স্রষ্টা!      আমি খাঁটি বাঙ্গাল হবো     সবুঝারন্য ভুমি          রাখতে মান হবো কাঙ্গাল  করবো না উচু শির নিচু  আমি মাটি ও পতাকার       প্রেমি।            
আমি আকাশ হবো মাটি   শিখাব উদারতা ও মাতৃত্ববোধ,                        
আমি মহা ত্রাসের হবো    -ত্রাস                        বিন্যাশে হবো মহা নাশ   তুর্যিবো অগ্রাসী            ক্রোধ!!!