হে মুসাফির মহামানব!
আর কতোকাল নীরব থাকবে?
আর কতোকাল কাটাবে দিন অবচেতনে?
অলসতার অবসর,
কবে ভাঙবে এই বিনিদ্রা দাও সাড়া দাও এবার দুর্বার হে বীর সত্যের ভক্ত,
কষাঘাতে কত প্রাণের হবে অবসান
স্বাধীন ভূখন্ডে আর ঝরবে কত রক্ত!!
কতো দেখবো রক্তক্ষয়ী যুদ্ধ,,কতো সহ্য করতে হবে শাসকগোষ্ঠীর বর্বরোচিত হিংস্রতা;
হে মুসাফির মহামনব!একবার দাও উপেক্ষা?
হে মুসাফির মহামানব!
আরেকটিবার তৃপ্তি ভরে শ্বাস নিতে চাই নেব;
জ্বলে উঠো দাবানালে বেদীর প্রাচীর ঝলসাতে
বিদ্রোহে লও হে তুলে হাতে বর্ম,
আর নয় দুঃখ ঝরা মৃত্যু এবার ধ্বংসতুপে হোক নতুনত্বের জন্ম।