হে বিরহী জীর্ণদশায়
বোবা ক্রন্দন ফুঁপিয়ে,
করিবে পার দুর্ভিক্ষের কাল
নিতে হবে চুকিয়ে।


শিকল বিকল করার এখন
সময় ঐ বলছে হেঁকে,
জাগো দুর্বার দুর্নীবিত
বিদ্রোহীকে রুখে কে?


অনিয়মের লৌহকারায়
ঘূর্ণিঝঞ্জাঘাত হানো,
তারপর নতুন পৃথিবীকে
দুস্থের সম্মুখে আনো।


প্রাচ্যের বন্দীশালা থেকে
নিজকে মুক্ত করো,
চক্রাসুরের শূল প্রহসন
হস্তক্ষেপে ফের লড়।