জাহেল যুগের রাহুগ্রাসে এসো হে তরুণ?


এভাবে আর কতকাল কাটাবে দুর্ভিক্ষের জীবন
ঘোর সংকটে বাকহীন থেকো না আরেকটিবার দুঃসময়ের মুখোমুখি হও সরণাপণ।


সাম্যের দেশে আজ মনুষ্যের ভীষণ আকাল
মসনদ লোভী যত হিংস্র অমানবিক শৃগাল
যজ্ঞের দেশে গুম,খুন,ধর্ষণ যেনো অবুঝ শিশুর পুতুল খেলা,
হতাশার আগুনে ঝলসানো ঝলসিত শহর,গঞ্জ সতেজ ভূমি নদী ফুল ফসলাদি পুড়ে ছারখার,
এখন দৈন্যে ভীষণ খরা যাচ্ছে
এইতো সময় নবোদ্দয়ে উপেক্ষা দাও ঝেঁড়ে ফেলো ভয়-জড়তা
প্রতিরোধে দুর্গ গড়ে তোলো হে তরুণ।


সময় কারো অপেক্ষাকী নয় তার নিজস্ব গতিতে সেতো চলবেই
আর জীবনের চলার পথে বাধা তো আসবেই,
তাই নীরব থেকে নিজেকে হ্যায় করুনা অপর গোলামীতে
হে বিদ্রোহী উদ্দাম বুকে ধরিওনা ঘূণ।